বকশীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে ফাইনালে কামালপুর-পৌরসভা
🕧Published on:
শামীমুল ইসলাম তালুকদার : জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭(বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দুটি খেলায় বিজয়ী হয়ে ফাইনালে অবতীর্ণ হয়েছে বকশীগঞ্জ পৌরসভা ও ধানুয়াকামালপুর ইউপি একাদশ।।
আজ মঙ্গলবার (১৭ই মে ২০২২) সকাল ১১:০০টায় বকশীগঞ্জ এন.এম. উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম সেমিফাইনালে ধানুয়া কামালপুর ইউনিয়ন একাদশ ও বকশীগঞ্জ সদর ইউনিয়ন একাদশের মধ্যে খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নির্ধারিত সময় গোলশূন্য শেষে ট্রাইব্রেকারে ধানুয়া কামালপুর ইউনিয়ন একাদশ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়।
দিনের দ্বিতীয় খেলায় বিকাল ৩:০০টায় বকশীগঞ্জ পৌরসভা একাদশ,মেরুর চর ইউনিয়ন একাদশের সাথে ২-০ ব্যবধানে বিজয়ী হয়ে ফাইনালে উঠেছে।
আগামী বৃহস্পতিবার ( ১৯ মে ) বিকাল ৩:০০টায় একই মাঠে ফাইনালে মুখোমুখি হবে বকশীগঞ্জ পৌরসভা একাদশ বনাম ধানুয়াকামালপুর ইউনিয়ন একাদশ। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন জামালপুর -০১ আসনের সংসদ সদস্য,পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।