বকশীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপে ফাইনালে বিজয়ী পৌরসভা একাদশ
🕧Published on:
শামীমুল ইসলাম তালুকদার : জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭(বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দুটি খেলায় ফাইনালে বিজয়ী হয়েছে বকশীগঞ্জ পৌরসভা।
গতকাল বৃহস্পতিবার (১৯ই মে) বিকাল ৩ টায় বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঐতিহ্যবাহী বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বকশীগঞ্জ পৌরসভা একাদশ ও কামালপুর ইউনিয়ন একাদশ এর মধ্যে খেলায় বিপুল দর্শকের উপস্থিতিতে তীব্র প্রতিযোগিতায় ১-০ গোলে বিজয়ী হয় পৌরসভা একাদশ।
পরে খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে,রেফারি,সেরা খেলোয়াদেরর মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জামালপুর -০১ আসনের সংসদ সদস্য, সাবেক তথ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম,আওয়ামীলীগ সহসভাপতি আবু জাফর,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগড়,মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহিনা বেগম,মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক,ধানুয়াকামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি,মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি,বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে মোট আটটি (৮ ) দল অংশ গ্রহণ করে,বরাবরের মত টুর্নামেন্টের রেফারির দায়িত্ব পালন করেন কাজী ফুয়াদ হোসাইন মানিক,সহকারী রেফারি রাসেল মিয়া,শফিকুল ইসলাম,চতুর্থ রেফারি শিশিরুল ইসলাম।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।