বকশীগঞ্জে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সাংসদ
🕧Published on:
নূরুজ্জামান খান : সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সরকারি খাদ্য গুদামে ফিতা কেটে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
এবারের বোরো মৌসুমে প্রতি কেজি চাল ৪০ টাকা দরে ৮১৪ মেট্রিকটন এবং ধান প্রতি কেজি ২৭ টাকা দরে ১ হাজার ৯৩৯ মেট্রিকটন সংগ্রহ নিধারিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান, খাদ্য গুদাম কর্মকর্তা (ভার:) শামিমা নাসরিন প্রমুখ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।