রৌমারীতে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের নদী ভাঙ্গন ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী বন্দবেড় ইউনিয়নের পশ্চিম ফলুয়ারচর, পালের চর, বাইসপাড়া, পাখিউড়াসহ কয়েকটি গ্রামে নদী ভাঙ্গনে ও বন্যাকবলিত পানিবন্দি ৪’শ পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়। তবে পানিবন্দি পরিবারের সংখ্যা অনুযায়ী এই ত্রাণ খুবই অপ্রতুল। অন্যান্য এলাকায় দ্রæত ত্রাণ দেওয়া না হলে খাদ্য সংকটে পড়তে পারে ওইসব পরিবার।
ত্রাণ বিতরণের সময় উপন্থিত ছিলেন বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, ইউপি সদস্য কাজিম উদ্দিন, বিপ্লব হাসান, শফিকুল ইসলাম, আক্কাছ আলী, ছালিমা বেগম, ইউপি সচিব আমিনুল ইসলাম, হিসাব সহকারী নাজমুল হাসানসহ সাংবাদিকবৃন্দ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।