উল্লাপাড়ায় উৎপল হত্যার প্রতিবাদে মানবন্ধন ও সমাবেশ

S M Ashraful Azom
0
উল্লাপাড়ায় উৎপল হত্যার প্রতিবাদে মানবন্ধন ও সমাবেশ



 : শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় উল্লাপাড়া প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এ কর্মসূচির আয়োজন করে। 

মানবন্ধনে উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন কলেজের ২ শতাধিক শিক্ষক অংশ নেন। এতে উল্লাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ মানববন্ধনে অংশ নেয়।


এসময় উল্লাপাড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাকশিস সিরাজগঞ্জ শাখার সভাপতি বদিউর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল সরকার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সংগঠনের কামারখন্দ শাখা সভাপতি হাসানুর রহমান, বেলকুচির সভাপতি নজরুল ইসলাম, শাহজাদপুরের সভাপতি রুহুল আমিন, শিক্ষক নেতা আলপনা ভৌমিক, সামাউন কবির, রফিকুল ইসলাম খোকন, আব্দুল খালেক, নিহত উৎপলের ভাই অলক বন্ধু সরকার, ফাহিমা তন্বী প্রমুখ। গত শুক্রবার বিকেলে শিক্ষক উৎপল হত্যার প্রতিবাদে উল্লাপাড়া কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অপর মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।


আয়োজিত সমাবেশে নিহত উৎপলের বৃদ্ধা মা গীতা রানী সরকার মোবাইল ফোনে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তার পুত্র হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা শিক্ষাঙ্গনে শিক্ষকদের মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে উৎপল হত্যা মামলা বিশেষ ট্রাভুনালে স্থানান্তর করে ঘাতক আশরাফুল ইসলাম জিতু’র ফাঁসির দাবি জানান।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top