উল্লাপাড়ায় রথযাত্রা উৎসব
🕧Published on:
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শুক্রবার উল্লাপাড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। সকালে গোপাল জিউ মন্দির এবং বলরাম মন্দিরে জগন্নাথ দেবের পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। বিকেলে গোপাল জিউ মন্দির অঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি মোঃ উজ্জল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন।
গোপাল জিউ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দুলাল সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও রথযাত্রা উদ্যাপন কমিটির সম্পাদক গৌতম কুমার দত্ত, উল্লাপাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত নন্দী, পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক বাবলু ভৌমিক, সাবেক সম্পাদক রামকৃষ্ণ অধিকারী, শ্যামল কুমার ভৌমিক প্রমূখ।
পরে নির্বাহী কর্মকর্তা হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে গোপাল জিউ মন্দির চত্ত্বরে রথের রশি টেনে যথযাত্রার উদ্বোধন করেন। এসময় ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ রথযাত্রায় অংশ নেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।