রাসেল রানা : জামালপুরের বকশীগঞ্জে থানা পুলিশের তৎপরতায় নামে কাউসার (২৫) নামে এক যুবককে ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মিয়া পাড়া খান বাড়ি মসজিদ সংলগ্ন স্থান হতে তাকে আটক করা হয়। আটককৃত কাউসার মিয়া স্থানীয় মিষ্টার আলীর ছেলে।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহেমদ এর নির্দেশনায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে খান বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউসারকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে এবং আটককৃতকে গতকাল বুধবার দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।