নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : আগামী ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে অটোরিকশা প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মুকুল হোসেন মুকুল মিঞা।
তিনি নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভা, শেরপুরের কুসুম্বী ও গাড়িদহ ইউনিয়নের সমন্বয়ে গঠিত ৬নং ওয়ার্ড।
মঙ্গলবার দুপুরে ভোটের প্রচারে উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদে যান মুকুল হোসেন। চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং অটোরিকশা প্রতীকে ভোট চান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য কামরুজ্জামান কামরুল, জাহাঙ্গীর বাবু, আব্দুল হাকিম, হাসেম আলী, বেবী নাজনীন প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।