কাজিপুর উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

S M Ashraful Azom
0

 : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে সামাজিক-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। 

কাজিপুর উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত



 বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুর থানার এসআই শাহীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কুমার ভৌমিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, আব্দুর রাজ্জাক রাজমহর, আব্দুল মান্নান চাঁন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, হারুন অর রশিদ, খায়রুল কবির, উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন, ধর্ম যার যার দেশ সবার। অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সমাজে সামাজিক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে একসঙ্গে বসবাস করবে। সমাজে আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। সামাজিক-সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।


উপজেলা চেয়ারম্যান আরও বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবে তারা যেন শান্তিপূর্ণ ভাবে সকল অনুষ্ঠানে যোগ দিতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন আইন-শৃঙ্খলা বাহিনীকে। কোনভাবেই যেন জংঙ্গিবাদ, মাদক কারবারী ও সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top