রৌমারীতে প্রয়াত সাংবাদিক আমির হোসেনের স্মরণে স্মরণ সভা

S M Ashraful Azom
0

 : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রয়াত সাংবাদিক আমির হোসেন এর স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে বাংলাদেশ প্রেসক্লার রৌমারী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম। 

রৌমারীতে প্রয়াত সাংবাদিক আমির হোসেনের স্মরণে স্মরণ সভা



 স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, রৌমারী মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুস সামাদ খান, রৌমারী সরকারি কলেজের সিনিয়র প্রভাষক এমআর ফেরদৌস, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সিএসডিকের নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার, লেখক কবি ও সাহিত্যিক সরকার নুরুল ইসলাম, কবি আশরাফ উজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম,এশিয়ান টিভির রৌমারী ও রাজিবপুর উপজেলা প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদ, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাংবাদিক নাজমুল আলম, সাখওয়াত হোসেন সাখা, ইউনুস আলী, সাইফুল ইসলাম, সাঈদ কাকন, মিন্টু মিয়া, মোমিন উদ্দিন, রিয়াদ হোসেন, রফিকুল ইসলাম, সুজন মাহমুদসহ বিভিন্ন পেশাজীবি মানুষ।  

প্রসঙ্গত, প্রয়াত সাংবাদিক আমির হোসেন একাধারে দৈনিক ইত্তেফাক, কুড়িগ্রাম খবর, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সহ-সভাপতি, রৌমারী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, বন্দবেড় ইউনিয়ন শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিএসডিকের সহকারি নির্বাহী পরিচালকসহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের মৃত আছমত আলীর ছেলে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top