বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

S M Ashraful Azom
0

 : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শনিবার দুপুরে ওই অভিযান পরিচালিত হয়।

বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান



 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে চিকিৎসক, নার্স, মিডওয়াইফার ও সকল কর্মকর্তা-কর্মচারী একযোগে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম ভবন, দ্বিতীয় ভবন ও কমপ্লেক্স চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। 

হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশ সমুন্নত রাখতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালের রোগীরা পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়েছেন। ভর্তিরত রোগী ও জুরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, অন্যান্য দিনের চেয়ে আজকের পরিবেশটি ছিল খুবই চমৎকার। তারা প্রতিনিয়ত এই অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, হাসপাতালের ভেতরে প্রতিদিনই পরিস্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি প্রতি শনিবার পুরো কম্পাউন্ডে এই অভিযান পরিচালিত হবে। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top