রৌমারীতে বিদ্যুৎস্পর্শে ও আত্মহত্যায় মৃত্যু-২
🕧Published on:
শফিকুল ইসলাম : বিদ্যুৎস্পর্শে ও আত্মহত্যায় ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর কাজাইকাটা ও চর টাপুরচর গ্রামে এঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বিদ্যুৎস্পর্শে আবু বক্কর (৫০) নামের এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। সে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর টাপুরচর গ্রামের আসাবুদ্দিনের ছেলে।
অপর দিকে একই সময়ে রতœা আকতার (২১) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।
পরিবারের লোকজনের উপর অভিমান করে থাকার ঘরের ধরনার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গেলেও লাশ উদ্ধার করেননি। সে চর কাজাইকাটা গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, স্বজনদের কোন অভিযোগ না থাকায় এবং জনপ্রতিনিধিদের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।