রৌমারীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় চুর্ণ অটোভেন, আহত-৯

S M Ashraful Azom
0

 : কুড়িগ্রামের রৌমারীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় চুর্ণ একটি অটোভেন ও আহত হয়েছেন ৯ জন যাত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন।

রৌমারীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় চুর্ণ অটোভেন, আহত-৯



 তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক  ডা: সানজারা ইসলাম নোভা তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 


ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৭ টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি ডিসি রাস্তার রহমান মেম্বারের মোড়ে।


স্থানীয়, পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার চলমান সনাতন ধর্মাবলম্বীদের স্বারদ্বীয় দূর্গৎসব ও বিভিন্ন পূজামন্ডব পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী অফিসার মো: পূবন আখতার ও এসআই আনসার আলী, এসআই জাহাঙ্গীর,  ইউএনও’র নিরাপত্তা বাহিনীর দুই সদস্য এবং এসিল্যান্ডের গাড়ির ড্রাইভার আপেল মিয়াকে সাথে নিয়ে পরিদর্শনে যান।


পূজামন্ডব পরিদর্শন শেষে ইউএনও’র ড্রাইভার আপেল মিয়া বেপরোয়া ভাবে গাড়িটি চালিয়ে রৌমারীর দিকে আসতে ছিলেন। অপর দিক থেকে ৬ জন যাত্রী নিয়ে অটোভেনটি দাঁতভাঙ্গার উদ্দেশ্যে যাওয়ার সময় ইউএনও’র গাড়িটি অটোভেনকে ধাক্কা দিলে ভেনটি চুর্ণ-বিচৃর্ণ হয়। এসময় বিচারের দাবীতে বিক্ষুদ্ধ জনতা বিক্ষোভে ফেটে পড়ে এবং ইউএনও’র গাড়িটি আটক করেন। 


পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে উদ্ধার করেন। অপর দিকে আহতদেরকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। 


আহতরা হলেন জিয়াউর রহমান (৪২), জয়নাল আবেদীন (৫২), আকছের আলী (৪৫), ফজলুল হক (৪২) ও ফজল মিয়া (৪০), এসআই আনসার আলীসহ ৯ জন। 


অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। পরে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আহতদের হাসপাতালে দেখতে যান।

দর্ঘটনার কথা স্বীকার করে রৌমারী থানার এসআই আনসার আলী বলেন, হায়াত ছিল বলে বেচে গেছি। আমার জীবনে এরকম ঘটনা কোন দিন দেখেনি।


রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমআর সাঈদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং আহতদেরকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করি।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top