বকশীগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত-১

🕧Published on:

 : জামালপুরের বকশীগঞ্জে প্রাইভেটকারের চাপায় আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত কুদ্দুস বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টি এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৮ টায় কামারপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বকশীগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত-১



স্থানীয়রা জানান,আব্দুল কুদ্দুস সকালে কামারপট্টি মোড়ের জাহিদ মেশিনারীজ এর সামনে বসেছিলেন। একজন নারী চালক সাদা রঙের ঢাকা মেট্রো-শ ০০-০৪৮৬ নম্বরের ওই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। ওই নারী চালক প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কুদ্দুসের ওপর উঠিয়ে দিলে গাড়ির চাপা পড়ে যায়।

স্থানীয়রা মারাত্মক আহতবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।  

তবে কৌশলে ওই নারী চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও প্রাইভেটকারটি বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জব্দ করে থানায় নিয়ে যান।

বকশীগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক চন্দন চন্দ্র বর্মন জানান, এঘটনায় গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে । গাড়ি চাপায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।  


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।