কাজিপুরে দুর্বৃত্তের রোষানলে কৃষকের টমেটো ক্ষেত

🕧Published on:

 : সিরাজগঞ্জের কাজিপুরে কৃষকের বাড়ন্ত ঢলমলে টমেটো ক্ষেত কেটে ফেলা হয়েছে। এতে করে ওই কৃষকের আগাম টমেটো বিক্রির স্বপ্ন শেষ হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার পরানপুর গ্রামের কৃষক জহুরুল ইসলাম। তিনি ওই গ্রামের আব্বাস আকন্দের পুত্র। 

কাজিপুরে দুর্বৃত্তের রোষানলে কৃষকের টমেটো ক্ষেত



 ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। 


রবিবার বিকেলে উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুর উত্তর পাড়া ও কৃষক জহুরুলের টমেটো ক্ষেতে গিয়ে দেখা গেছে ঢলমলে মাটি সমান করে বাড়ন্ত গাছগুলোর গোড়া কেটে ফেলা হয়েছে। কিছু গাছ মুছড়ে ছিড়ে ফেলা হয়েছে। 

 জহুরুল ইসলাম জানান, এখানে ১০ শতক জমিতে শীতকালীন সবজি টমেটোর চাষ করি। এরইমধ্যে প্রায় দশ হাজার টাকা খরচ হয়ে গেছে। প্রায় সব গাছে জোয়ার এসেছে(ফুল ধরেছে)। সকালে ক্ষেতে গিয়ে দেখি কে বা কারা আমার টমেটো গাছের সবগুলো গোড়া কেটে দিয়েছে।কেন এমনটি হলো তা বলতে পারছেন না তিনি। তিনি জানান, আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।