আগামীকাল বুধবার রৌমারী ও চিলমারী উপজেলা পরিষদের উপনির্বাচন

S M Ashraful Azom
1

 : আগামীকাল বুধবার (২ নভেম্বর) কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের ৬৯টি কেন্দ্রে ও চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নের ৪৫টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

আগামীকাল বুধবার রৌমারী ও চিলমারী উপজেলা পরিষদের উপনির্বাচন



 মঙ্গলবার (১ নভেম্বর) সকাল  থেকেই নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারিরা ভোট গ্রহণের সকল সরঞ্জমাদি নিয়ে স্ব-স্ব কেন্দ্রে যান।


রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা এমদাদুল হক জানান, রৌমারী উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এরমধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম (নৌকা প্রতিক), আওয়ামীলীগের বিদ্রোহীপ্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শহিদুল ইসলাম শালু (কাপ পিরিচ), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনু (হেলিকপ্টার), যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান বঙ্গবাসী (দোয়াত কলম) প্রতিক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। অপরদিকে  ইমান আলী (ঘোড়া), আলমগীর হোসেন (মোটরসাইকেল) ও মাইদুল ইসলাম (আনারস প্রতিক) নিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন। 


রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ১৭৩ জন ও মহিলা ভোটার ৭৭ হাজার ৯৭৭ জন। ৬৯টি কেন্দ্রের ৪৭৮টি বুথে এই উপজেলায় প্রথমবারের মত ইভিমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।


এদিকে চিলমারী উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, চিলমারী উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৫ জন প্রার্থী। এই উপজেলায় মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন মো: আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন মো: জোবাইদুল ইসলাম বাদল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন মো: নুর ই এলাহী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন মো: রুকুনুজ্জামান, এবং নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন মো: সোলায়মান আলী সরকার।


জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচনে ৬ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ৬টি করে র‌্যাবের টিম ও অন্যান্য বাহিনী কাজ করবে। নির্বাচান সুষ্ঠ করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 


উল্লেখ্য, চলতি বছরে ৪ জুলাই রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও ২২ আগষ্ট চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রমের মৃত্যুতে চেয়াম্যানের পদ দুটি শূণ্য হয়।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

1Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top