ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের মতবিনিময়
🕧Published on:
সেবা ডেস্ক : ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সাথে সার্সন রোডের বাসভবনে রবিবার (১১ ডিসেম্বর) এক মতবিনিময় সভায় মিলিত হয় চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের নেতৃবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ সভাপতি এ এম মাহবুব চৌধুরী।
পরিষদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা আবুল বশর ভূইয়া, সহ সভাপতি মোসলেহ উদ্দিন মনসুর, নিবেন্দু বিকাশ চৌধুরী, এডভোকেট আবু নাছের চোধুরী, মহিউদ্দিন চৌধুরী, অচিন্ত কুমার দাশ, মো আলী, আসিফ ইকবাল, পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদ, নাছির উদ্দিন প্রমুখ।
সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বর্তমান সরকার বিশ্বের নানামুখী চ্যালেন্জ মোকাবেলা করে সক্ষমতার সাথে কাজ করে যাচ্ছে।
তিনি প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।