সেবা ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সিরিজে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্বাগতিক বাংলাদেশ প্রথম ম্যাচে এক উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৫ রানে জিতেছে।
রাষ্ট্রপতির অভিনন্দন:
এক অভিনন্দন বার্তায়, রাষ্ট্র প্রধান ভারতকে হারানোর জন্য খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।’
প্রধানমন্ত্রীর অভিনন্দন:
বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী ভারতকে হারানোর জন্য জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকারের অভিনন্দন:
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ-ভারত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় স্পিকার বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।