জামালপুর সংবাদদাতা : আজ ৮ ডিসেম্বর। জামালপু’রের মেলান্দহ আজ হানাদার’মুক্ত দিবস। ১৯৭১ সালে’র এই দিনে কোম্পানি কমান্ডা’র আব্দুল করিম মেম্বারে’র নেতৃত্বে মেলান্দহ থানা অব’রোধ করা হয়।
মেলান্দহ থানার তৎকালি’ন ওসি জোনাব আলী ও তার সঙ্গীয় ফোর্সসহ ৪৬ জন রাজাকা’র উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক’ভাবে আত্ম’সমর্পন করেন। এর আগে মেলান্দহ পয়লা ব্রিজ, দাগি-বানিপাকুরিয়া এলাকার রেলও’য়ে ব্রিজ-বেলতৈলসহ কয়েকটি স্থানে মুক্তিযোদ্ধা’দের সাথে পাকহানাদার বাহিনীর মধ্যে সম্মুখ যুদ্ধ হয়।
পয়লা যুদ্ধে ইউসুফ আলীর ব্রাশ ফায়ারে ১২ পাক সেনা নিহত। মুক্তি’বাহিনীর সমর, রইচ উদ্দিন শহীদ হন এবং আব্দুল কুদ্দুস পাক’বাহিনীর হাতে বন্দি হন।
মেলান্দহ হানাদার’মুক্ত’কারি আব্দুল করিম মেম্বারকে গণ’সংবর্ধনা প্রদান’সহ দিবসটি স্মরণীয় করে রাখতে বিগত দিনের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন, মুক্তি’যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈ’তিক সামা’জিক-সাংস্কৃতিক সংগঠন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।