সরিষাবাড়ীতে আবেদন দিয়েও তথ্য পাচ্ছে না সাংবাদিক মাসুদ

S M Ashraful Azom
0

 : জামালপুরের সরিষাবাড়ীতে টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পের তালিকা ও তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন দিয়েও তথ্য পাচ্ছে না দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাসুদুর রহমান৷ বিষয়টি নিয়ে সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। 

সরিষাবাড়ীতে আবেদন দিয়েও তথ্য পাচ্ছে না সাংবাদিক মাসুদ



 জানা যায়, ২০১৮-১৯,১৯-২০,২০-২১,২১-২২ অর্থ বছরের ১ম ও ২য় পর্যায়ে এবং ২০২২-২৩ অর্থ বছরের ১ম পর্যায়ে ইউপি ও স্থানীয় এম্পির সাধারণ ও বিশেষ  টিআর, কাবিটা,কাবিখা,জিআর বরাদ্ধের তালিকা ও প্রকল্প কমিটির তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে ৯ নভেম্বর সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বরাবর আবেদন করেন সাংবাদিক মাসুদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট আবেদনটির ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু ২২ দিন পেরিয়ে গেলেও তথ্য না দিয়ে আজ না কাল বলে দিন পার করছেন সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর ।  

আরো তথ্য রয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-নির্বাচনী এলাকা-প্রথম পর্যায়) সোলার হোম সিস্টেম খাতে ২৩ হাজার ৬৬০ টাকা মূল্যের ৬০ ডব্লিউপি অনুকূলে ৫৬ লাখ ৬০ হাজার ৪০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলার পোগলদিঘায় ১৮৪টি, কামরাবাদে ১৬টি, আওনায় ১৩টি ও মহাদান ইউনিয়নের নামে ছয়টি সোলার বরাদ্দ দেওয়া হলেও কয়েক বছর পার হলেও এখনো সুবিধাভোগীরা সোলার পাননি।  এনিয়েও তদন্তের দাবী জানিয়েছে তালিকার নাম থাকা অনেকেই। 

সাংবাদিক মাসুদুর রহমান জানান, তথ্য অধিকার আইন করা হলেও সরিষাবাড়ী উপজেলার কয়েকটি দপ্তরে তথ্য অধিকার আইনে আবেদন দেওয়া হলেও তথ্য মিলছে না।  বিষয়টি নিয়ে জামালপুর জেলা প্রশাসক ও জেলা তথ্য কর্মকর্তা এবং প্রধান তথ্য কমিশনারের হস্তক্ষেপ কামনা করছি। এ ছাড়াও ২০১৬-১৭,১৭-১৮ অর্থ বছরের কোটি টাকার কাবিটা-টিআর প্রকল্পের রাস্তা ও সোলার প্যানেল স্থাপনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও নাম সর্বস্ব তালিকা তৈরির মাধ্যমে হরিলুট হয়েছে। যা বিভিন্ন জাতীয় ও স্থানীয় এবং অনলাইন পত্রিকায় প্রকাশ হয়েছে। 

এ বিষয়ে সরিষাবাড়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীরের বক্তব্য নেওয়ার জন্য বার বার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

কথা হলে শনিবার ৩ ডিসেম্বর দুপুরে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা মুঠোফোনে জানান,আবেদন পেয়েছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মার্ক করে দেওয়া হয়েছে। তিনি তথ্য গুলো আপনাকে দিবে৷ 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top