রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‘কোভিডোত্তর বিশ্বের টিকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশ গ্রহণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৩১তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
টেকসই নেতৃত্ব বিকাশের জাতীয়ভাবে প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিত করণ এই উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ২টায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার আলহাজ্ব বয়েজ উদ্দিন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আলহাজ্ব বাহাদুর আলী এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমান আলী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, আলহাজ্ব মো, মজিবুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্য শিক্ষক ও সকল শিক্ষার্থী।
আলোচনা সভা শেষে ১২৫ জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা পরিবার ও সমাজের বোঝা নয়, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তাদের প্রতি যতœশীল হতে হবে, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।