মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯ টি মামলায় ৮৯৫০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কামরুন্নাহার শেফা।
বৃহস্পতিবার দুপুরে দিকে দেওয়ানগঞ্জ পৌর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময়
ভোক্তা অধিকার আইনে ৩ টি মামলা ও করাতকল (লাইসেন্স) বিধিমালা আইনে ৬টি মামলায় মোট ৯ টি মামলায় ৮৯৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ,দেওয়ানগঞ্জ উপজেলা বনবিভাগের কর্মকর্তা রাশেদ ইমনে সিরাজ, দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালেে ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ মিজানুর রহমান সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।