জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র শিপন মিয়া (১৮) মারা গেছে।
২২ জানুয়ারি দুপুরে আব্দুল্লাহ্ মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত শিপন ওই ইউনিয়নের মালিপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে। তিনি ব্রাহ্মমজানির আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিপন মোটরসাইকেল যোগে তারাকান্দি পথে আব্দুল্লাহ্ মোড়ে তারাকান্দি ট্রাকের (টাঙ্গাইল-ট-০২-০৮১২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।