জামালপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

🕧Published on:

 : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১০ জানুয়ারি জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। 

জামালপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত



 এ উপলক্ষে বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে  আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় আলোচনা ভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান।  জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম,  জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মুখলেছুর রহমান জিন্নাহ,জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা মৎসজীবী লীগের আহবায়ক মামুন -অর রশিদ, জেলা তাঁতি লীগের সদস্য সচিব আরমান হোসেন সাগর,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বী প্রমূখ। এ ছাড়াও জামালপুর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের একঝাঁক শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলার অন্যান্য উপজেলাতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে আওয়ামী লীগ।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।