শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারীতে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা আওয়ামীলীগ অফিস কার্যালয় থেকে ১’শ ৫জন মানুষের মাঝে এসব শীতের কম্বল বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবু হোরায়রা, দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বদিউজ্জামান, টাপুরচর বিজি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল গনী, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম লাল, শৌলমারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবীর, ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক সাদেকুল আলম সেতু প্রমুখ। পর্যায়ক্রমে অত্র এলাকায় আরো শীতবস্ত্র বিতরণ করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।