কাজিপুরে মোহাম্মদ নাসিম স্মৃতি ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট

🕧Published on:

 : সিরাজগঞ্জের কাজিপুরে মোহাম্মদ নাসিম স্মৃতি ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

কাজিপুরে মোহাম্মদ নাসিম স্মৃতি ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট



সোমবার বিকাল সাড়ে চারটায় কাজিপুর উপজেলা পরিষদ খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জয় বলেন, কাজিপুরের কিংবদন্তি নেতা মোহাম্মদ নাসিমের নামে প্রথমবারের মতো আয়োজিত খেলায় আশা করি যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই খেলা সবাইকে নির্মল আনন্দ দিবে। এর মাধ্যমে সমাজ থেকে জুয়া মাদকসহ নানা প্রকারের অপরাধ কর্ম থেকে দূরে থাকবে। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি  কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার। 

প্রথম দিনের ভলিবল খেলায় কাজিপুর পৌরসভাকে  হারিয়ে জয় পেয়েছে সোনামুখী ইউনিয়ন দল। সন্ধায় ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।