অথেনটিক সেন্ট্রাল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
🕧Published on:
মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি : আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত।
প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তবে ভাষা শহীদদের স্মরণে পতাকাটি অর্ধনমিত রাখা হয়। সকাল ৮ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একই সময় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকণ প্রতিযোগিতা শুরু হয়।
সকাল নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানটি শুরু হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি শিক্ষার্থী অভিভাবক সহ অনেকেই উপভোগ করেন। সব শেষে সকল ছাত্র -ছাত্রী সানন্দবাড়ী শহরের মেইন মেইন রাস্তা গুলোতে রেলি করেন।
প্রতিষ্ঠানের শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমানের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য, গান ও কবিতা পরিবেশন করে। এ সময় সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল কাদের সিদ্দিকী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুস সবুর, সিনিয়র শিক্ষক তোফায়েল আহমেদ, শিক্ষক আমিনুল ইসলাম, দুলাল হোসেন, সায়েদুল ইসলাম, মেহেদী হাসান, আশরাফুল ইসলাম, মোছাঃ মমতা খাতুন, আফরোজা বেগম, চাদনী আক্তার, তাছরিন খাতুন, খালেদা খাতুন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা একুশে ফেব্রুয়ারি তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ মোস্তাইন বিল্লাহ বলেন, ‘আমাদের ভাষার নাম দিয়ে আমাদের দেশের নামের শুরু, পৃথিবীতে সম্ভবত এমন দেশের সংখ্যা খুব বেশি নেই।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।