আসছে সাজেদুর আবেদীন শান্তর ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’

🕧Published on:

 : অমর একুশে বইমেলায় আসছে কবি সাজেদুর আবেদীন শান্তর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা পাতা প্রকাশ। প্রচ্ছদ করেছেন মনিরা আক্তার।

আসছে সাজেদুর আবেদীন শান্তর ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’



 বইটি সম্পর্কে সাজেদুর আবেদীন শান্ত বলেন, 'প্রথম কবিতার বইয়ে ভালো সারা পেয়েছিলাম। অনেক গুণীজন বইটি পরেছেন এবং আলোচনা করেছেন। সেই সাহস নিয়েই আবার দ্বিতীয় বই করা। আশাকরি প্রথম বইয়ের মতোই এ বইও পাঠক নন্দিত হবে এবং পাঠকরা নতুন কিছু পাবেন'।


সাজেদুর আবেদীন শান্ত একাধারে কবি, সাংবাদিক, লেখক, আলোকচিত্রী ও সামাজিক সংগঠক। তিনি ১ ফেব্রুয়ারী গাইবান্ধার সাঘাটা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন দৈনিক পত্রিকার ফিচার প্রদায়ক হিসেবে কাজ করছেন। সাংবাদিকতায় তার যাত্রা শুরু একটি অনলাইন নিউজ পোর্টালে লেখালেখির মাধ্যমে। এরপর স্থানীয় ও জাতীয় বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেন তিনি।


বর্তমানে তিনি দ্যা ডেইলি স্টার, ইত্তেফাক, যায়যায়দিন, দৈনিক করতোয়াসহ বেশ কিছু বাংলা-ইংরেজি দৈনিক এবং জাগো নিউজ, একুশে টিভি অনলাইন, রাইজিংবিডি, বাংলাদেশ জার্নাল, ডেইলি বাংলাদেশের মতো আরও পাঠকপ্রিয় অনলাইন পোর্টালে ফিচার প্রদায়ক হিসেবে কাজ করছেন।


তিনি মূলত জনজীবন, প্রকৃতি, উদ্যোক্তা, কর্পোরেট ব্যক্তিত্ব, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, গ্রামীণ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ফিচার লেখেন। শৈশবে স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা। এরপর বগুড়ার স্থানীয় দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় নিয়মিত কবিতা লিখতেন। বর্তমানে তিনি দেশের জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প ও কলাম লেখেন।


তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’ ২০২১ সালের বই মেলায় প্রকাশ হয়। এছাড়াও তিনি নিয়মিত সম্পাদনা করেন শিল্প সাহিত্যের সাময়িকী ‘উন্মেষ’। ফিচার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি 'প্রভাতের আলো তরুণ সংঘ সম্মাননা (২০২২)' লাভ করেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।