রৌমারীতে নিখোঁজের একদিন পর ছাত্রের লাশ উদ্ধার

🕧Published on:

 : কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের একদিন পর খালের পানি থেকে মাহিম মিয়া (৮) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। 

রৌমারীতে নিখোঁজের একদিন পর ছাত্রের লাশ উদ্ধার



সোমবার বিকালের দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মাহিম গয়টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মাহিম গত রবিবার স্কুল ছুটি শেষে দুপুরের দিকে বাড়ি ফিরে এসে পরিবারের সবার অজান্তে খালে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। পরে পরিবার ও আশেপাশের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায় তার পড়নের হাফপ্যান্ট ওই খালের কিনারে দেখতে পায়। এতে পরিবারের লোকজনের সন্দেহ হয় সে পানিতে ডুবে মারা গেছে। 

নিখোঁজের একদিন পর সোমবার বেড় জাল দিয়ে ওই খালে টান দিলে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা আমিনুল ইসলাম একটি সাধারণ ডায়রী করেন রৌমারী থানায়। তার অকাল মৃত্যুতে গ্রামে শোকের মাতম সৃষ্টি হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, পানিতে ডুবে স্কুল পড়–য়া ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।