উল্লাপাড়ায় দুই দিনব্যাপী বসছে মানবধর্ম মেলা

🕧Published on:

 : 'মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই দিনব্যাপী বসছে মানবধর্ম মেলা-২০২৩।

উল্লাপাড়ায় দুই দিনব্যাপী বসছে মানবধর্ম মেলা



 সোমবার বিকেল ৩ টা থেকে উপজেলার বন্যাকান্দি এন. এম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ‘বিশ্ব শান্তি বাস্তবায়ন সংঘ' এই মানবধর্ম মেলার আয়োজন করেছে। 


শুরু হওয়া মানবধর্ম মেলা মঙ্গলবার রাতে শেষ হবে। মানবধর্ম মেলার ভক্ত অনুরাগীরা মেলাস্থলে এসে জড়ো হওয়া শুরু করেছে।


মানবধর্ম মেলার প্রধান আয়োজক বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, দুই দিনব্যাপী উৎসবে জাতপাতহীন, মানবতাবাদী, অহিংস দর্শনের প্রচার করা হবে। যাতে করে মানুষে মানুষে সংঘাত কমে যায় এবং আগামীতে একটি সুন্দর পৃথিবী বিনির্মাণ হয়।

 

দুইদিন ব্যাপী মানবধর্ম মেলার উৎসবকে কেন্দ্র করে বন্যাকান্দির আয়োজনস্থলে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠান অঙ্গনকে সাজানো হয়েছে বর্ণিল সাজে এবং অনুষ্ঠান মঞ্চকে প্রস্তুত করা হয়েছে আধুনিক ও সুসজ্জিত করে। 


তিনি আরও জানান, অনুষ্ঠানের প্রথম দিনে দেশ বরেণ্য বিশিষ্ট রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী ও ঢাকা থেকে আগত আন্তর্জাতিক পর্যায়ের নজরুল গানের প্লাটফর্ম বাঁশরীর শিল্পীরা এতে সংগীত পরিবেশন করবেন। দ্বিতীয় দিনে ঢাকা, কুষ্টিয়া ও সিরাজগঞ্জের বিশিষ্ট লালন সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এছাড়াও বিশিষ্টজনেরা মানবধর্ম নিয়ে ব্যাপক আলোচনা রাখবেন অনুষ্ঠানে।  দুই দিনের সকল অনুষ্ঠানে আপনাদের নিমন্ত্রণ জানান আয়োজক কমিটি।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।