কাজিপুর – ধুনট আঞ্চলিক সংযোগ সড়কের ব্রিজটি ঝুঁকিপূর্ণ
🕧Published on:
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাথে বগুড়া জেলার ধুনট উপজেলায় যাতায়াতের আঞ্চলিক সড়কটির চরপাড়ায় একটি ব্রিজের মাঝখানে সিমেন্টের পলেস্তার খুলে গেছে। এতে করে কাজিপুরের সোনামুখী ইউনিয়ন হয়ে ধুনট উপজেলায় চলাচলকারী যানবাহন চলা বন্ধ হয়ে গেছে।
কিছু রিক্সাভ্যান ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায় একমাস পূর্বে এই অবস্থার সৃষ্টি হলেও কর্তৃপক্ষ এখনো কোন ব্যবস্থা নেয়নি।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, কাজিপুরের সোনামুখী চরপাড়া হয়ে ধুনট যাবার ওই সড়ক দিয়ে প্রতিদিন উভয় উপজেলার স্কুল কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ ও পণ্যবাহী যানবাহন যাতায়াত করে। কিন্তু ব্রিজটির মাঝ বরাবর সিমেন্ট খুলে লোহার রড় রেবিয়ে পড়ায় অধিকাংশ যানবাহন এইপথে চলা বন্ধ হয়ে গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। বিশেষ করে এলাকার কৃষকরা সারসহ অনেক কৃষিপণ্য পরিবহন করতে পারছেন না।বিকল্প সড়কপথে চলাচল করতে যেমন খরচ বেড়েছে তেমনি সময়েরও অপচয় হচ্ছে।
চরপাড়া গ্রামের ব্যবসায়ী সবুজ জানান, ব্রিজটি ভাঙার কারণে সোনামুখী হাটে প্রতি বুধ ও রবিবারে আসতে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। এতে করে সময় ও খরচ দুটোই বেড়েছে।
পাঁচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানা বাবু বলেন, দ্রুত ব্রিজটি সংস্কার না করলে বোরোধান কাটার সময়ে এ অঞ্চলের কৃষকেরা দারুণ বেকায়দায় পড়বে।
স্থানীয় জনপ্রতিনিধি সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খাঁন বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে ঐ এলাকার লোকজন চরম ভোগান্তিতে পড়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবগত করা হয়েছে।
কাজিপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন জানান, বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে ব্রিজটির সংস্কার করা হবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।