ইসলামপুরে ইউনিয়ন বিএনপির নেতা জবেদ মেম্বার মাদকসহ আটক

🕧Published on:

 : জামালপুরের ইসলামপুর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী চর পুটিমারী ইউনিয়ন বিএনপির নেতা জবেদ মেম্বারসহ দুইজনকে হিরোইনসহ আটক করেছেন শেরপুর ডিবি পুলিশ। 

ইসলামপুরে ইউনিয়ন বিএনপির নেতা জবেদ মেম্বার মাদকসহ আটক



 শনিবার বিকালে শেরপুর সদর উপজেলার বাঘেরচর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। 


ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি মো. মুশফিকুর রহমান ডিবির উপ-পুলিশ পরিদর্শক এসআই ইউসুফ আলীর নেতৃত্বে বাঘের চর এলাকায় অভিযান চালায়। এ সময় ইসলামপুর উপজেলার চিনারচর গ্রামের মৃত কসর মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী জাবেদ আলী (৬২) ও জল হক মন্ডলের ছেলে বাবুল মন্ডল (৪০) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশিতে কাগজে মুড়ানো ৮গ্রাম হেরোইন পাওয়া যায়।


 এঘটনায় তাদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


এব্যাপারে এস আই ইউসুফ আলী জানান, গোপন সংবাদর অভিযান চালিয়ে তাদের ৮গ্রাম হেরোইন সহ আটক করেছি।


 ডিবি ওসি মো. মুশফিকুর রহমান জানান, মাদক ব্যবসায়ীদের নামে মাদক আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ৫ মার্চ রোববার দুপুরে ধৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।