মেলান্দহে সড়ক দুর্ঘনায় নিহত-৩

S M Ashraful Azom
0

 : জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-জামালপুর সদর উপজেলার বেয়ারা শাহবাজপুরের আব্দুল করিমের ছেলে শাহআলম (৩৫), কাজল, পিতা অজ্ঞাত (৩৫) এবং কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার সন্যাসীতলা নারকেল বাড়ি গ্রামের নারায়নচন্দ্র চর্মনের ছেলে চঞ্চল চন্দ্র বর্মন (২৭)।

সড়ক দুর্ঘটনা,ভয়াবহ সড়ক দুর্ঘটনা,বাংলাদেশে সড়ক দুর্ঘটনা,সর্বশেষ খবর,সর্বশেষ সংবাদ



 ৯ এপ্রিল ভোর ৬টার দিকে জামালপুর-মেলান্দহ মহাসড়কের বেতমারি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

এস আই প্রভাষ চন্দ্র জানান-সকাল ৭টার দিকে দুর্র্ঘটনার খবরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের উদ্ধার শেষে মেলান্দহ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নারায়নগঞ্জ থেকে মেলান্দহগামী একটি লবন বোঝাই ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১৩.-৬২৯৬) এবং পিকআপ ভ্যান (নং-ঢাকা মেট্রো-ঠ-১১-২৯৯৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষকালে পিকআপ ভ্যানটি ধুমড়েমুচড়ে যায়। 

এ সময় পিকআপ ভ্যানে থাকা তিনজনই গাড়িতে আটকা পড়ে মারা যান। ওদিকে ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।

নিহত স্বজনরা জানিয়েছেন, নিহতরা একটি মোবাইল ফোন কোম্পানিতে কর্মরত ছিলেন। ট্রাক ও পিকআপ ভ্যান গাড়ি থানা হেফজতে নিয়েছে। নিহতদের মরদেহ জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top