সেবা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনা মোতাবেক বকশীগঞ্জ উপজেলা যুগলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী যুগ্ম সাধারন সম্পাদক আগা সাইওম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এম ডি রাকিবিল্লাহ রাকিব।
উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ ও সদস্য শামিম খন্দকারের নেতৃত্বে এ ইফতার বিতরণে আরো উপস্থিত ছিলেন যুবলীগ সদস্য প্রভাষক শাহিন এবং যুবলীগ কর্মী মির্জা শাকিল সম্রাট, ফরহাদ রেজা, রাকিবুল ইসলাম, মীর্জা সোহান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার বিতরণ পরবর্তী দেশ ও জাতির কল্যাণ চেয়ে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।