কাজিপুর থানা পুলিশের অভিযানে তিন জুয়াড়ি আটক
🕧Published on:
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ জুয়া খেলা অবস্থায় তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে থানা পুলিশের একটি দল উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থালবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।
এসময় জুয়া খেলা অবস্থায় ওই গ্রামের আমজাদ হোসেনের পুত্র হাবিবুল্লাহ (৩০), আব্দুস সাত্তার শেখের পুত্র আশরাফুল ইসলাম (৩১), ও নুর হোসেনের পুত্র শহিদুল ইসলাম (৩৫),কে গ্রেপ্তার করে।
জুয়া খেলার স্থান থেকে এসময় একটি চটের বস্তা, তাস, নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।