[২২৫] জামালপুরে ভূয়া ডিবির কৃষক অপহরণ

🕧Published on:

 : জামালপুরের মাদারগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে  কৃষক মাজেদ মিয়াকে অপহরণ করে টাকা হাতিয়েছে। এ ঘটনায় কিশোরগ্যাংয়ের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার মাদারগঞ্জ পৌরসভার বনচুথুলিয়া গ্রামে।

জামালপুরে ভূয়া ডিবির কৃষক অপহরণ



আটক কিশোররা হলো বালিজুড়ি পূর্বপাড়ার রকিব হাসান (১৯),আসিফ মিনহাজ সবুজ (৩০), হাসান মিয়া (১৯) তাদের বাড়ি বালিজুড়ি ও মুসলেমাবাদ গ্রামে।


মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুল হক জনান, মাদারগঞ্জ পৌরসভার বনচিথলিয়া গ্রামের রাস্তারয় ডিবি পুলিশ পরিচয়ে ৭ থেকে ৮ জন কিশোর নাদাগাড়ী গ্রামের কৃষক মাজেদ মিয়াকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী এবং গ্রেপ্তারের ভয় দেখিয়ে তার সাথে থাকা নগদ ৯ হাজার টাকা হাতিয়ে নেয়। আরো টাকা আদায় করার জন্য তাকে অপহরণ করে জিম্মি করে রাখে।


আটককৃতদের বিরুদ্ধে মাজেদ এর পিতা সোহরাব আলী মন্ডল বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।