[২১২] সি‌লে‌টে রবীন্দ্র-নজরুল স্মরণ সভা অনু‌ষ্ঠিত

🕧Published on:

 : সি‌লে‌টের হ‌বিগঞ্জের বাহুব‌ল উপজেলায় বাহুবল আবৃ‌ত্তি প‌রিষ‌দের আ‌য়োজ‌নে রবীন্দ্র-নজরুল স্মরণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সি‌লে‌টে রবীন্দ্র-নজরুল স্মরণ সভা অনু‌ষ্ঠিত



আজ শ‌নিবার( ২৭ মে) সকাল ১১ টায় উপ‌জেলা কনফা‌রেন্স রু‌মে বাহুবল আবৃ‌ত্তি প‌রিষ‌দের ৫ম ব‌র্ষে পর্দাপন উপল‌ক্ষে রবীন্দ্র-নজরুল স্মরণ সভা অনু‌ষ্ঠিত হয়।


বিশ্বক‌বি , নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর  এবং জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলাম এর জীবণী,সা‌হিত্যে অবদান নি‌য়ে আ‌লোচনা, আবৃ‌ত্তি, গানসহ নানা আ‌য়োজ‌নে এ স্মরণসভা অনু‌ষ্ঠিত হয়।।


বাহুবল আবৃ‌ত্তি প‌রিষ‌দের সভাপ‌তি , শিক্ষক পঙ্কজ কা‌ন্তি গোপ এর সভাপ‌তি‌ত্বে  প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থি‌ত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম‌্যান সৈয়দ খ‌লিলুর রহমান, মুখ‌্য আ‌লোচক উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ভারপ্রাপ্ত) ইউএনও মোঃ রুহুল আ‌মিন, ‌বি‌শেষ অ‌তি‌থি অধ‌্যক্ষ‌ মোঃমাহবুবুর রহমান,শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা নিরু, অধ‌্যক্ষ‌ মোহাম্মদ আবদুর রব শা‌হিন, সহকারী অধ‌্যাপক সামছুল ইসলামসহ বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা‌নের শিক্ষক, শিক্ষাথর্ীবৃন্দ।।


আ‌লোচনা সভা শে‌ষে সাংস্কৃ‌তিক অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল সঙ্গীত, পু‌থিপাঠ, নৃত‌্য, ক‌বিতা বৃ‌ত্তি, দেশাত্ন‌বোধক গান, শিক্ষাথীবৃন্দ পারফর্ম ক‌রেন।।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।