[১০৯] মেলান্দহে কালবৈশাখী ঝড়ে যুব লীগ নেতার মৃত্যু
🕧Published on:
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে দোকানের উপর বৃক্ষ উপড়ে যুবলীগ নেতা সুজন মিয়া (৩৫)’র মারা গেছেন। সুজন দুরমুঠ ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি আমবাড়িয়া গ্রামের সোজা মিয়ার ছেলে।
জানা গেছে, ১৬ মে রাত সাড়ে ৯টার দিকে কালবৈশাখী ঝড় ওঠে। এ সময় জামালপুর- দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে দুরমুঠের ফুলতলা বাজারের পুরনো কড়ই গাছ উপড়ে দোকানের উপর পড়লে ঘটনাস্থলেই সুজন মারা যান।
অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান-খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম গাছের নিচে আটকাপড়া আরো ৬/৭ জনকে উদ্ধার করেছে। ঝড়ে বিভিন্ন স্থানে গাছপালা-ঘরবাড়ি-বৈদ্যুতিক খুঁটি বিধ্বস্ত হয়। এতে মধ্যরাত পর্যন্ত সকল যান চলাচল বন্ধ থাকে। ঝড়ের পর থেকে বিদ্যুতেরও বিপর্যয় ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা জানান-ঝড়ের পরপরই প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত পরিবারকে আর্থিক সহায়তার আশ^াস দেয়া হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।