[৫৭৮] মেলান্দহে গাছের সাথে শত্রুতা
🕧Published on:
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহের বীর মুক্তিযোদ্ধা গাজীউর রহমানের পুকুর পাড়ের গাছ-গাছড়া ধ্বংস করেছে দুবৃত্তরা। গাজীউর রহমান নাংলা ইউনিয়নের চারাইলদার গ্রামের বাসিন্দা।
তিনি জানান- ২১ জুন দিবাগত রাতের অন্ধকারে কে বা কারা পুকুর পাড়ের ফলজ গাছের ডগা ভেঙ্গে দিয়েছে। এর আগে পুকুরে বিষ প্রয়োগ করে সমুদয় মাছ নিধন করেছে। প্রতিবেশিদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে। দুস্কৃতিকারিদের হুমকীর মুখে পুকুরের পাহারাদারও থাকতে পারছে না।
এ নিয়ে স্থানীয় প্রশাসনের দ্ধারস্থ হয়েছি। কোন সুরাহা না হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এ ব্যাপারে মেলান্দহ থানার ডিউটি অফিসার জানান-মুক্তিযোদ্ধা গাজীউর রহমানের বিষয়টি আমরা সবাই অবগত আছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।