মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলায় বেসরকারি ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ডাক বাংলো হলরুমে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার উক্ত সভায় ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষের সঞ্চালনায় ও ওয়েভ ফাউন্ডেশন নেটওয়ার্ক কমিটির সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে উপজেলার পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেয়ার নানা পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, ওয়েভ ফাউন্ডেশন নেটওয়ার্ক কমিটির সাঃসম্পাদক জয়নাল আবেদন, পত্নীতলা প্রেসক্লাবের সাঃসম্পাদক মনিবুর রহমান চৌধুরী, কাউন্সিলর ফারজানা বেগম, ফারহানা বেগম, সাংবাদিক শামীম আক্তার চৌধুরী, মিজানুর রহমান, আল-আমিন রহমান, ময়েন উদ্দিন আহমেদ, পরেশ টডু সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিগণ, সূধীজন প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।