উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে তাকে স্মরণ করে উল্লাপাড়া পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম।
উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে স্মরণ করলেন পৌর মেয়র নজরুল |
মঙ্গলবার সকালে শোক দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু, মো: রেজাউল করিম, মো: আজিজুল ইসলাম শাহআলম, মো: নজরুল ইসলাম, মো: শহিদুল ইসলাম সহ পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও কর্মচারীদের যৌথ উদ্যোগে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এর আগে তারা পৌর শহরে এক শোক শোভাযাত্রা বের করে। পরে পথ শিশু ও শোভাযাত্রায় অংশ গ্রহনকারীদের মধ্যে খাবার বিতরণ করেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।