[১০৫৭] কাজিপুরে খালের পানিতে ডুবে প্রাণ গেলো স্কুল শিক্ষার্থীর

🕧Published on:

 :  সিরাজগঞ্জের কাজিপুরে খালের পানিতে ডুবে আয়েশা খাতুন(১০) নামের এক স্কৃল শিক্ষাক্ষীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী উপজেলার মনসুরনগর ইউনিয়নের যমুনার চরাঞ্চলের কুমারিয়াবাড়ী গ্রামের আব্দুল মজিদের মেয়ে। সে স্থানীয় চরগিরিশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।

কাজিপুরে খালের পানিতে ডুবে প্রাণ গেলো স্কুল শিক্ষার্থীর



নিহতের পরিবারসূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশের খালের পানিতে গোসল করতে নেমে  ওই শিক্ষার্থী নিখোঁজ হয় । পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পায়নি। 

শনিবার বেলা এগারটায় পরিবারের লোকজন খালের পানিতে ভাসমান অবস্থা থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে। 

ওইদিন বিকেলে লাশ নিজ বাড়ির পাশের কবরস্থানে দাফন করেছে স্বজনেরা। 

বিষয়টি নিশ্চিত করে মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর জানান, গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।