উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী নলসোন্দা হাই স্কুল মাঠে ‘রক্ত শপথ যুব সংসদ’ এই ফাইনাল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে।
এতে গাবতলি ফুটবল একাদশ-বগুড়া বনাম কল্যাণপুর ফুটবল একাদশ -বেলকুচি অংশ নেয়। ফুটবল ফাইনাল প্রতিযোগিতার বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধক হিসেবে আমন্ত্রিত ছিলেন ৬৫- সিরাজগঞ্জ -৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। এম.পি মহোদয়ের পক্ষে ম্যাচটির উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর রহমান হাফিজ।
আয়োজক কমিটির প্রধান সলপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা ক্রীড়াপ্রেমী মানব সেবক ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন জানান, মাদকমুক্ত তরুণ প্রজন্ম ও স্মার্ট বাংলাদেশ গড়তে তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে সেমি ফাইনালে উর্ত্তীণ হয়ে এ দুটি দল ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেয়। খেলায় ২-১ গোলে গাবতলি ফুটবল একাদশ, বগুড়াকে হারিয়ে কল্যাণপুর ফুটবল একাদশ বেলকুচি বিজয়ী হয়। এ সময় শ্বাসরুদ্ধকর তুমুল প্রতিদ্বন্দ্বিতা মুলক ফাইনাল ম্যাচটি উপভোগ করে এলাকার ফুটবল প্রেমিরা। পুরো ফুটবল খেলার ম্যাচটি পরিচালনা করেন চৌকস পরিচালক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস. এম. জাহিদুজ্জামান কাকন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে ফাইনাল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, প্রবীণ আ’লীগ নেতা মোঃ সুলতান হাফিজ খাঁন বাবু, মোঃ হকদাদ খাঁন পনীর, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল ইসলাম শাহআলম, পৌর যুবলীগের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম শাহাদত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার, সলপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন, সাবেক সভাপতি মোঃ মশিউল আজম বকুল, সলপ ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বৃষ্টিকে উপেক্ষা করে ফুটবল প্রেমিরা মাঠের চর্তুদিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।