[১৩১৩] বকশীগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

S M Ashraful Azom
0

: জামালপুরের বকশীগঞ্জে সম্প্রতি বন্যায় নদী ভাঙনের শিকার ৩০টি পরিবারের মাঝে শুকনো খাবার প্যাকেট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বকশীগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন



বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের নেতৃত্বে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খান পাড়া, চর আইরমারী, তালতলা ও মদনের চর এলাকায় এসব খাদ্য প্যাকেট বিতরণ করা হয়।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব খাদ্য প্যাকেজে চাল, ডালসহ আট ধরণের খাদ্য পণ্য রয়েছে।


বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, নদী ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন সবসময় থাকবে। প্রয়োজনে তাদের আরও সহায়তা করা হবে।


এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, সাধুরপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান মোল্লা, ইউপি সদস্য আমেনা বেগম, ইউপি সদস্য সেলিম মিয়া, ইউপি সদস্য মহিজল হক ও ইউপি সদস্য আকরাম হোসেন উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top