[১৩১২] “মা সমাবেশ”-এ কাজিপুরের ইউএনও বললেন বাচ্চাদের প্রথম শিক্ষক মা

🕧Published on:

 : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেছেন বাচ্চাদের প্রথম শিক্ষক হচ্ছে মা।মায়ের কাছেই শিশুর প্রথম পাঠ শুরু হয়। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শিশুদের উপযোগী করে গড়ে তুলতে তাই মায়েদের ভূমিকা এখন অনেক বেশি।

“মা সমাবেশ”-এ কাজিপুরের ইউএনও বললেন বাচ্চাদের প্রথম শিক্ষক মা



মঙ্গলবার দুপুরে উপজেলার ডোমপাড়া বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাচ্চাদের সাথে ভালোভাবে কথা বলা তাদের প্রতি মনোযোগী হবার পরামর্শ দিয়ে ইউএনও বলেন, শিশুদের পোশাক পরিচ্ছদ পরিস্কার রাখবেন। তাদের খেলার সুযোগ দেবেন। সারাক্ষণ বই নিয়ে তাদের ব্যস্ত রাখবেন না। আর মোবাইল ফোন তাদের হাতে দিয়ে নিজেরা কিছু করতে যাবেন না।সংসারের কোন অশান্তির বিষয়ে  শিশুদের বুঝতে দেবেন না। তাহলেই তারা নিরাপদে বেড়ে উঠবে। 

 প্রথান শিক্ষিকা জেসমিন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মরেধ্য উপহেলা শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আবু সাঈদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু সাঈদ তালুকদার, অভিভাবক  সদস্য শারমিন তালুকদার বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি শিক্ষাপোকরণ  হিসেবে হোয়াইটবোর্ড, মার্কার, ডাস্টার, খাতা, কলম, পেন্সিল, ইরেজার, ম্যাজিক স্লেট ও ময়লা ফেলার ঝুড়ি বিতরণ করা হয়।

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।