[১৫০২] বাহুবল উপজেলা চেয়ারম্যানের সাথে বাশিস’র নেতৃবৃন্দের সাক্ষাৎ

S M Ashraful Azom
0

 : বাংলাদেশ শিক্ষক সমিতি বাহুবল উপজেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাহুবল উপজেলা চেয়ারম্যানের সাথে বাশিস’র নেতৃবৃন্দের সাক্ষাৎ



গতকাল দুপুরে এ সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং পূর্ণাঙ্গ কমিটিসহ আনুসাঙ্গিক কাগজপত্র হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাহুবল উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান (প্রধান শিক্ষক, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়), সাধারণ সম্পাদক পংকজ কান্তি গোপ (সহকারী শিক্ষক, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়) ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান (সহকারী শিক্ষক, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ)।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, “বাংলাদেশ শিক্ষক সমিতি বাহুবল উপজেলা শাখার নয়া কমিটিটিতে আমার চেনা-জানা অনেক সৃজনশীল ব্যক্তি স্থান পেয়েছেন। এ কমিটির নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম আরো গতিশীল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।” সাক্ষাৎকালে তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে সংগঠনটিকে সর্বোত্তম সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

উলে­খ্য, গত ২৩ সেপ্টেম্বর উপজেলা সদরে অবস্থিত  ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের প্রত্যক্ষ ভোটে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মিরপুর ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম নোমান, মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, আদর্শ বিদ্যানিকেতন ভুলকোট এর প্রধান শিক্ষক মোঃ মানিক মিয়া, জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দুলন চন্দ্র দাশ, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির তালুকদার, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিদ্দিক মিয়া, মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলেয়া বেগম, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল আহমেদ, শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের আজাদ, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সরওয়ার্দী প্রমুখ। সভায় সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে সংগঠনের কমিটি গঠন করা হয়। সভাপতি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান। এছাড়া সাধারণ সম্পাদক পদে মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান ও পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ প্রার্থীতা ঘোষণা করায় এ পদে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ১১টি এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ১০২ জন শিক্ষক-কর্মচারী ভোট প্রয়োগ করেন। এতে পংকজ কান্তি গোপ ৫২ ভোট পেয়ে নির্বাচত হন। তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মোঃ মুজিবুর রহমান পান ৫০ ভোট। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম নোমান।

সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ৫ অক্টোবর ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোঃ আইয়ূব আলী, মোঃ মানিক মিয়া, মোঃ আব্দুল জব্বার, মোঃ আব্দুর রউফ, মোঃ ছিদ্দিক মিয়া, দুলন চন্দ্র দাশ, মোঃ হুমায়ূন কবির তালুকদার, আলেয়া বেগম, মোঃ জামাল আহমেদ, মোঃ আবুল খায়ের আজাদ ও মোঃ সরওয়ার্দী; যুগ্ম সম্পাদক মোঃ নূরুল ইসলাম ও সুজিত কৈরী; কোষাধ্যক্ষ মোঃ রাহেল মিয়া; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মঞ্জুর আলী; প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামীমুল ইসলাম; সমাজকল্যাণ সম্পাদক মোঃ মিজানুর রহমান; দপ্তর সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ; আইন বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা বকুল রানী কর, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুবাশ্বির উদ্দিন ও বাবুল চন্দ্র শীল; নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম, আবুবককর সিদ্দিক, মোঃ আব্দুল ওয়াদুদ, মোঃ আকিকুল ইসলাম, দেবাশীষ চক্রবর্তী ও মোঃ জায়েদ মিয়া।

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top