ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪ টায় আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে ৯শত ৬জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিশেষ স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।
গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু নাঈম মোঃ সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুজাত আলী খান,চৈথট্র গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম খান,ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ফাতেমাতুজ জহুরা রুপা, গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির মেডিক্যাল অফিসার ডাঃ আরিফুল ইসলাম,হেলথ অফিসার আব্দুল্লাহ আল কাফি প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন গুড নেইবারস এর পার্টনার স্কুলের শিক্ষক বৃন্দ ও গুড নেইবারস ঘাটাইল সিডিপির সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোশারফ হোসেন। এর আগে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির পক্ষ থেকে ৫ জন মেধাবি শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।