সেবা ডেস্ক : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র উদ্যোগে দিবসটি পালিত হয়।
বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন ও বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে ১৯৭১ সালের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে "বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠী'র নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ও সংগঠক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা বদিউল আলম, শ্যামল বিশ্বাস, সমাজ সেবক ও রাজনীতিবিদ সফিউল আলম সফি, অর্পিতা ঘোষ, প্রীতি দাস, ঋত্বিকা দাস, পুষ্পিতা দাস প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।