ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর ৪২তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী ) দুপুরে বিআরডিবির প্রশিক্ষণ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শহীদুজ্জামান,সরকারী জিবিজি কলেজের সাবেক অধ্যক্ষ মতিয়ার রহমান, বিআরডিবির ভাইস চেয়ারম্যান সিদ্দিক হোসেন, সমবায়ী আতা খন্দকারসহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঘাটাইল কোট মসজিদে মোয়াজ্জিম হাফেজ মোঃ সেলিম এবং গীতা পাঠ করেন বিআরডিবির হিসাবরক্ষক আশিতুষ পাল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।