[১৯০২] কুড়িগ্রাম-৪ আসনে বিশাল ব্যবধানে নৌকার বিজয়

S M Ashraful Azom
0

 : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিপ্লব হাসান পলাশ নৌকা প্রতিকে বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন। নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ৮১ হাজার ৪৯৯ ভোট।

কুড়িগ্রাম-৪ আসনে বিশাল ব্যবধানে নৌকার বিজয়



তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসি (ঈগল) প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৬৫২ ভোট। নির্বাচনে বিপ্লব হাসান পলাশ ৬৮ হাজার ৮৪৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। 

এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম সাইফুর রহমান বাবলু (লাঙ্গল) প্রতিকে) পেয়েছেন ১২ হাজার ২৯১, জতীয় পার্টি জেপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মোঃ রুহুল আমিন (বাইসাইকেল) প্রতিকে ১১৩, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আব্দুল হামিদ (ডাব) প্রতিকে ৭০ ভোট, তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী আতিকুর রহমান খান (সোনালী আশঁ) ৩৯৬ ভোট, কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত প্রার্থী মোঃ আবু শামিম হাবিব (গামছা) প্রতিকে ২১০ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফারুকুল ইসলাম ফারুক (ঢেঁকি) প্রতিকে পেয়েছে ৭ হাজার ৮১৯ ভোট, শহিদুল ইসলাম শালু (ট্রাক) প্রতিকে ২ হাজার ৫৪১ ভোট, শাহ মোঃ নুরে শাহী ফুল (কলারছড়ি) ৬৭১ ভোট, মোঃ মাছুম ইকবাল (কাঁচি) প্রতিকে ১২৮ ভোট।

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top